বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ পিলার পাঠদান চলছে

বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ পিলার পাঠদান চলছে,ঘূর্ণিঝড়ের তাণ্ডবে খাগড়াছড়ি পানছড়ি উজেলার চেংগী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয় ভবনের চাল উপড়ে যায়। ভবনের দুটি পিলারও দুমড়ে মুচড়ে যায়। চাল ঠিক করা হলেও পিলার দু’টি মেরামত করা হয়নি।

 

বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ পিলার পাঠদান চলছে

 

বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ পিলার পাঠদান চলছে

বর্তমানে পিলার দুটো ঝুলন্ত অবস্থায় কোনোরকমে দাঁড়িয়ে আছে ভবনটি নিয়ে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

২ এপ্রিল রাতের ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে যাওয়া পাকা টিন সেডের নির্মিত ভবনটির বারান্দায় দুটি পিলার ঝুলে আছে। শতভাগ ঝুঁকিতে আছে ভবটি। ঝুঁকিপুর্ণ দুই পিলার ঘেঁষে ছাত্রছাত্রীরা যাতায়াত করছে। যেকোনো সময়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

২০১৫ সালে সাবেক উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা চেংগী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। উপজেলার দুটি ইউনিয়নের বিশাল এলাকাজুড়ে ভারত সীমান্ত পর্যন্ত একমাত্র কলেজ এটি। কলেজটির মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় বর্তমানে ১৮৩ জন শিক্ষার্থী। যার মধ্যে ছাত্র ১৩৭ ও ছাত্রী ৪৬ জন।

চেংগী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বলেন, উপড়ে নেওয়া টিনের চাল নিজেদের অর্থায়নে মেরামত করা হয়েছে। তবে পিলার দুটো আজও ঠিক করা হয়নি।

২ নম্বর চেংগী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা বলেন, পিলার দুটো ঝুঁকিতে রয়েছে তা আমি নিজেই দেখেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ব্যাপারটা নিয়ে আলাপ করব।

 

বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ পিলার পাঠদান চলছে

 

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই ব্যাপারে আমাকে কেউ অবগত করেনি। তাছাড়া কোনো আবেদনও আমার হাতে আসেনি।

আরও পড়ুন:

Leave a Comment