সকালে রাস্তার পাশে মিললো যুবকের মরদেহ রাতে নিখোঁজ,পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালায় রাস্তার পাশ থেকে রাহুল কর্মকার (৩৩) নামে এক যুবকের-মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দীঘিনালার জামতলী এলাকায় সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সকালে রাস্তার পাশে মিললো যুবকের মরদেহ রাতে নিখোঁজ
রাহুল কর্মকার দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের সুধীর মেম্বারপাড়া এলাকার মৃত তপন কর্মকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহের মাথায়, পিঠে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনাস্থলের পার্শ্ববর্তী দোকানদার মাইকেল দাশ জানান, মঙ্গলবার দিবাগত রাত ৯টায় আমার দোকান থেকে খিলি পান কেনেন রাহুল কর্মকার। এসময় রাহুলের স্ত্রী বাড়ি যাওয়ার জন্য ফোন করেছিলেন। তিনি বাড়ি যাচ্ছেন বলে দোকান থেকে চলে যান।

নিহতের জানান, গতকাল রাত ৯টার সময় ফোনে কথা হয়েছিল, সে বলেছে বাড়ি আসবে। পরে রাত ১২টা থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল।
নিহতের ছোট ভাই জানান, রাত ১২টার সময়ও বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকি। তার ভাইকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন জীবন কর্মকার।
দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে।
আরও পড়ুন:
4 thoughts on “সকালে রাস্তার পাশে মিললো যুবকের মরদেহ রাতে নিখোঁজ”