খাগড়াছড়িতে জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার খাগড়াছড়ি শালবাগান সদর উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তন কক্ষে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়িতে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ির উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান।
ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পরিদর্শক মো. কাইয়ূমের সঞ্চালনায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি সদর উপজেলার মডেল মসজিদ মুয়াজ্জিন হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান, খাগড়াছড়ি সদর উপজেলার কুমিল্লা টিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন মিঠু, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর।
আরও দেখুনঃ