খাগড়াছড়িতে ভাঙা হচ্ছে অপরিকল্পিতভাবে তৈরি ড্রেন!

খাগড়াছড়িতে ব্রিজের নীচে অপরিকল্পিতভাবে তৈরি ড্রেন নির্মাণ করেছিলো জেলা পৌরসভা কর্তৃপক্ষ। যার নির্মাণ ব্যয় ধরা হয় ৮০ লাখ টাকা। অবিশ্বাস্য হলেও এমন অপরিকল্পিত উন্নয়নে রীতিমতো হতবাক পৌর শহরের বাসিন্দা।

 

খাগড়াছড়িতে ভাঙা হচ্ছে অপরিকল্পিতভাবে তৈরি ড্রেন!

এ নিয়ে গত ২ সেপ্টেম্বর (সোমবার) ‘খাগড়াছড়িতে অপরিকল্পিত ড্রেন নির্মাণে ব্যয় ৮০ লাখ টাকা’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের অনলাইনসহ কয়েকটি গণমাধ্যম। এ সংবাদ প্রকাশের পর অবশেষে অপরিকল্পিত ভাবে নির্মিত ব্রিজের নীচের ড্রেনটি ভাঙ্গা শুরু করেছে খাগড়াছড়ি পৌরসভা।

 

অপরিকল্পিতভাবে তৈরি ড্রেন

 

সরজমিনে গিয়ে দেখা যায়, পৌর শহরে খাগড়াছড়ি মহিলা কলেজ সড়কের অর্পনা চৌধুরী পাড়া এলাকায় বুধবার বিকেল থেকে ড্রেনটি ভাঙ্গার কাজ শুরু করা হয়েছে। পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানার নির্দেশ দেওয়ার পর অপরিকল্পিত ড্রেনটি ভেঙে ফেলার শুরু করে শ্রমিকেরা।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এর আগে স্থানীয়রা জানায়, ছড়ার উপর ড্রেন নির্মাণ করার কারণে ছড়ার পরিধি ছোট হওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হবে। ফলে ভারী বর্ষণে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এরই মধ্যে চলতি বছরে ৪ বার প্লাবিত হয়েছে খাগড়াছড়ি পৌর শহর। অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা ও বন্যার জন্য অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করছে নাগরিক সমাজ। পৌর শহরের অর্পণা চৌধুরী পাড়ায় আড়াইশ ফুট দীর্ঘ ড্রেনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮০ লাখ টাকা। এশীয় উন্নয়ন  ব্যাংক এতে অর্থায়ন করছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment