খাগড়াছড়িতে নানা আয়োজনে মধু পূর্ণিমা

খাগড়াছড়িতে বৌদ্ধ ধম্বালর্ম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব আয়োজনে মধু পূর্ণিমা পালন করা হচ্ছে।

 

খাগড়াছড়িতে নানা আয়োজনে মধু পূর্ণিমা

 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে দেশ ও জাতির মঙ্গল কামনায় ২৮টি বুদ্ধ মুর্তি প্রতিস্থাপন, বুদ্ধমুর্তি দান, সংঘদান, অষ্ট পরিস্কার দান, হাজার প্রদীপ দান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দান ও উপগুপ্ত ভান্তে আসন নির্মাণসহ নানাবিধ দানানুষ্ঠান করা হয়।

 

 

এ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ভোরে পবিত্র ত্রিপিটকের মঙ্গলবাণী পাঠ, সমবেত বুদ্ধ বন্দনা, জাতীয়, ধর্মীয় ও স্ব স্ব সংগঠনের পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, পঞ্চশীল ও উপসথ শীল গ্রহণ, ভিক্ষু সংঘের পি-দান, উপসথ শীলধারীদের মধ্যহৃভোজ গ্রহণ, মধু পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান, আলোক সজ্জা, বুদ্ধ কীর্তন, সন্ধ্যা কালীন প্রদীপ পূজা, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং জীব জগতের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বলা হয়, ভগবান গৌতম বুদ্ধকে বনে এক হাতি ফলমূল দিয়ে সেবা করতো তা দেখে এক বানরও ভগবান গৌতম বুদ্ধকে মৌচাক থেকে মধু এনে দিয়েছিল। তখন থেকে বৌদ্ধ ধর্মালম্বীরা এই মধু পূর্ণিমা পালন করে থাকেন এবং দিনটি তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। দিনটি ধর্মপুর আর্যবন বিহার, য়ংড বৌদ্ধ বিহার পানছড়ি অরণ্য কুঠিরসহ খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারে পালন করা হচ্ছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment