দীঘিনালায় ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা | সারা সপ্তাহের খবর

দীঘিনালায় ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা খবর দিয়ে শুরু করছি খাগড়াছড়ি জেলা গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

দীঘিনালায় ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা | সারা সপ্তাহের খবর

খাগড়াছড়িতে ‘বৈসু’ শোভাযাত্রা

পার্বত্য খাগড়াছড়িতে শুরু হয়েছে ত্রিপুরা জাতির ঐতিহ্যবাহী ‘বৈসু’ উৎসব। উৎসবকে সামনে রেখে শনিবার (৮ এপ্রিল) বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম’ আয়োজন করে বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি খাগড়াছড়ির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শহরের টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।

দীঘিনালায় ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

 

দীঘিনালায় ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা | সারা সপ্তাহের খবর

 

খাগড়াছড়ির দীঘিনালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত খীসা পক্ষের এক কর্মী খুন হয়েছেন। ০৪ এপ্রিল মঙ্গলবার বেলা তিনটার দিকে কার্বারি টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিমুল চাকমা (৩৮) উপজেলার কৃপাপুর তুহীন কার্বারিপাড়ার দেবেন্দ্র চাকমার ছেলে।

খাগড়াছড়ির ৫ উপজেলায় কাল ইউপিডিএফের আধা বেলা সড়ক অবরোধ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হ্লাসিংমং মারমা ওরফে ঊষা (২৫) নামের ইউপিডিএফের (প্রসীত) এক সদস্যকে পিটিয়ে হত্যার প্রতিবাদে জেলার পাঁচ উপজেলায় আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি আহ্বান করা হয়েছে। ০৪ এপ্রিল মঙ্গলবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। 

খাগড়াছড়িতে ‘গণপিটুনিতে’ আহত ইউপিডিএফ সদস্যের মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়িতে গণপিটুনিতে হ্লাচিংমং মারমা ওরফ উষা (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার কালাপানি স্কুলপাড়া এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টায় তাঁর মৃত্যু হয়।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সেনা অভিযানে ২ ইউপিডিএফ সন্ত্রাসী গ্রেফতার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ প্রসীত গ্রুপের দুই জন গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, শনিবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার ইউনিয়নের কুকিপড়া এলাকার ২নং গাছবান প্রকল্প পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে বীরেন্দ্র ত্রিপুরার ছেলে সুকেন্দু ত্রিপুরা (৩৬) ও  কমল ত্রিপুরার ছেলে দীপু ত্রিপুরা (১৮)কে গ্রেফতার করে। 

দুস্থদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

 

দীঘিনালায় ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা | সারা সপ্তাহের খবর

 

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে হতদরিদ্র দুস্থ শতাধিক পরিবারের মাঝে রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন । বুধবার (৫ এপ্রিল) সকালে বাঘাইহাট জোনের প্রশিক্ষণ মাঠে দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, চিনি, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক লে. কর্নেল মো.তৌহিদুর রহমান।

একই স্থানে দুই দলের ইফতার মাহফিল, খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়িতে একই স্থানে স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে শনিবার (৮ এপ্রিল) ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে খাগড়াছড়ির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

ট্রাফিক পুলিশের বিরুদ্ধে গাড়ি আটক করে চাঁদা চাওয়ার অভিযোগ

খাগড়াছড়ির সদরে ট্রাফিক পুলিশের সহকারী পরিদর্শক (টিএসআই) হেলাল উদ্দিনের বিরুদ্ধে গাড়ি আটক করে মামলা না দিয়ে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলা শহরের শাপলা চত্বর এলাকায় এমন অভিযোগ করেন আলাউদ্দিন নামে এক ভুক্তভোগী।  স্থানীয়রা জানান, সকাল থেকে এখানে বসে গাড়ি আটক করে টাকা আদায় করছে ট্রাফিক পুলিশ। কেউ টাকা না দিলে মামলা দিয়ে চাবি নিয়ে যায়। 

আরও পড়ুনঃ

Leave a Comment