এক বৃদ্ধের আত্নহত্যা – খাগড়াছড়ির জেলার পানছড়ি হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ এক বৃদ্ধ আত্নহত্যা করেছেন। মঙ্গলবার (২৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে হাসপাতালের জানালার গ্লিলের সাথে গামছা পেচিয়ে এ আত্নহত্যার ঘটনা ঘটে। মৃত বিন্দু কুমার চাকমা( ৭০) লোগাং ইউনিয়নের শুকমনি মনি পাড়ার বাসিন্দা।
খাগড়াছড়িতে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ এক বৃদ্ধের আত্নহত্যা
পানছড়ি হাসপাতালে কর্মরত চিকিৎসক শ্যামল মিত্র চাকমা আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর ৬টায় ডিউটিরত সেবিকা স্মৃতি চাকমা ঔষধ খাওয়ানোর জন্য গিয়ে ফাঁসরত অবস্থায় তাকে পাওয়া যায়।

তার চাচাত ভাই দেবল মনি চাকমা জানান, স্ত্রী-সন্তানহীন এ বৃদ্ধ নি:সঙ্গ জীবনযাপন করছিলেন। গত ১৭ নভেম্বর বাসায় রান্নাকালে চুলার আগুনে দ্বগ্ধ হলে সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে পানছড়ি হাসপাতালে চিকিৎসা চলছিল।

খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদশন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা রুজু করা হবে।
আরও দেখুনঃ