খাগড়াছড়িতে সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা

খাগড়াছড়িতে সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির আয়োজনে পৌর টাউন হল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

খাগড়াছড়িতে সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা

সভায় খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি মংসুই থোয়াই চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা, যুববিষয়ক সম্পাদক মাহাবুব আলম সবুজ ও সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অশোক মজুমদার।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বর্ধিত সভায় প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া খাগড়াছড়ি জেলা বিএনপির সুনাম অক্ষুণ্ন রেখে দলীয় কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। এসময় সভায় খাগড়াছড়ি সদর উপজেলার দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

আরও দেখুনঃ

Leave a Comment