আমাদের আজকের আলোচনার বিষয় খাগড়াছড়ি জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ. খাগড়াছড়ি জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ।

খাগড়াছড়ি জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
খাগড়াছড়ি জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। উপজেলার সংখ্যানুসারে খাগড়াছড়ি বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২২°৩৮´ থেকে ২৩°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৪´ থেকে ৯২°১১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে খাগড়াছড়ি জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ২৭০ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১১১ কিলোমিটার। এ জেলার পূর্বে রাঙ্গামাটি জেলা, দক্ষিণে রাঙ্গামাটি জেলা ও চট্টগ্রাম জেলা, পশ্চিমে চট্টগ্রাম জেলা ও ভারতের ত্রিপুরা এবং উত্তরে ভারতের ত্রিপুরা অবস্থিত।

খাগড়াছড়ি জেলার ইউনিয়ন:-
| ক্রমিক নং | উপজেলার নাম | ইউনিয়ন পরিষদের নাম |
| ১ | সদর | খাগড়াছড়ি সদর, গোলাবাড়ি, পেরাছড়া, কমলছড়ি, ভাইবোনছড়া |
| ২ | দীঘিনালা | দীঘিনালা সদর, মেরুং, বোয়ালখালী, কবাখালী, বাবুছড়া |
| ৩ | মাটিরাঙ্গা | মাটিরাঙ্গা সদর, আমতলি, বেলছড়ি, গোমতী, বড়নাল, তবলছড়ি, তাইন্দং |
| ৪ | পানছড়ি | পানছড়ি সদর, লতিবান, উল্টাছড়ি, চেংগী, লোগাং |
| ৫ | মহালছড়ি | মহালছড়ি সদর, মুবাছড়ি, ক্যায়াংঘাট, মাইসছড়ি |
| ৬ | মানিকছড়ি | মানিকছড়ি সদর, বাটনাতলী, যোগ্যছোলা, তিনটহরী |
| ৭ | গুইমারা | হাফছড়ি, গুইমারা, সিন্ধুকছড়ি |
| ৮ | রামগড় | রামগড়, পাতাছড়া |
| ৯ | লক্ষীছড়ি | লক্ষীছড়ি, বর্মাছড়ি, দুল্যাতলী |

আরও পড়ূনঃ

1 thought on “খাগড়াছড়ি জেলার ইউনিয়ন”