খাগড়াছড়ি জেলার কৃষি

আমাদের আজকের আলোচনার বিষয় খাগড়াছড়ি জেলার কৃষি. খাগড়াছড়ি জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ।

 

খাগড়াছড়ি জেলার কৃষি

 

খাগড়াছড়ি জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

খাগড়াছড়ি জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। উপজেলার সংখ্যানুসারে খাগড়া-ছড়ি বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২২°৩৮´ থেকে ২৩°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৪´ থেকে ৯২°১১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে খাগড়া-ছড়ি জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ২৭০ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১১১ কিলোমিটার। এ জেলার পূর্বে রাঙ্গামাটি জেলা, দক্ষিণে রাঙ্গামাটি জেলা ও চট্টগ্রাম জেলা, পশ্চিমে চট্টগ্রাম জেলা ও ভারতের ত্রিপুরা এবং উত্তরে ভারতের ত্রিপুরা অবস্থিত।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

খাগড়াছড়ি জেলার কৃষি:-

নাম কৃষকের সংখ্যা মহিলা কৃষকের সংখ্যা পুরুষ কৃষকের সংখ্যা অশ্রেণীভুক্ত সংখ্যা ভূমিহীন সংখ্যা প্রান্তিক সংখ্যা ক্ষুদ্র সংখ্যা মাঝারী সংখ্যা বড় সংখ্যা
খাগড়াছড়ি সদর ১২০৪৪ ১২২৪ ১০৮২০ ১২০৪০
দিঘীনালা ৭৬৬৪ ৮৩ ৭৫৮১ ৭২১০ ৪৫৩
পানছড়ি ৯৫০৩ ৯৫০৩ ৮৮২৫ ৬৭৭
লক্ষীছড়ি ৪৬০২ ১২২ ৪৪৮০ ৪৬০২
মহালছড়ি ৬২৫৫ ১৫২ ৬১০৩ ৬২৫১
মানিকছড়ি ৮১৯৮ ১৬৪ ৮০৩৪ ৮১৯৮
রামগড় ৭৪৮৩ ৫২৩ ৬৯৬০ ৫০০ ৬৯৭৪
মাটিরাঙ্গা ১২০৩৩ ১২৭ ১১৯০৬ ১২০৩২

 

খাগড়াছড়ি জেলার কৃষি

 

আরও পড়ূনঃ

১ thought on “খাগড়াছড়ি জেলার কৃষি”

Leave a Comment