গুইমারা উপজেলা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি খাগড়াছড়ির নবম উপজেলা। ২০১৪ সালের ৬ জুন প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির ১০৯তম সভায় এই উপজেলাকে অনুমোদন দেয়া হয়। গুইমারা উপজেলায় আয়তন ১১৫ বর্গ কিলোমিটার।
গুইমারা উপজেলা
গুইমারা উপজেলার উত্তরে মাটিরাঙ্গা উপজেলা; পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলা ও রামগড় উপজেলা; দক্ষিণে মানিকছড়ি উপজেলা, লক্ষ্মীছড়ি উপজেলা ও মহালছড়ি উপজেলা এবং পূর্বে মহালছড়ি উপজেলা অবস্থিত।

গুইমারা উপজেলায় বর্তমানে ৩টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম গুইমারা থানার আওতাধীন।
- ইউনিয়নসমূহ
- ১নং গুইমারা
- ২নং হাফছড়ি
- ৩নং সিন্দুকছড়ি
ঢাকা, চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি রাস্তা বানানোর সময় রাস্তায় অনেক গুইসাপ পাওয়া গেছিলো। আর সব গুলাকে মেরে ফেলা হয়েছিল। সেখান থেকেই গুইমারা নামকরণ হয়।
গুইমারা ইউনিয়ন: পরিবার (খানা) ৩১৭১ টি; জনসংখ্যা ১৪৯৩৯ জন। আয়তন: ২২৪০০ একর।
হাফছড়ি ইউনিয়ন: পরিবার (খানা) ৪৪৩৮টি; জনসংখ্যা ২০৯৩৩ জন। আয়তন: ২১৭৬০ একর।
সিন্দুকছড়ি ইউনিয়ন: পরিবার (খানা) ১৭২৬টি; জনসংখ্যা ৮৩৩০ জন। আয়তন: ১৬০০০ একর।
তথ্যসূত্র: আদমশুমারি ও গৃহগণনা ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

সাক্ষরতার হার:
- গুইমারা ইউনিয়ন: মোট ৩৯.৮% পুরুষ ৪৪.৭% মহিলা ৩৪.৭%
- হাফছড়ি ইউনিয়ন: মোট ৩৯.১% পুরুষ ৪৩.৯% মহিলা ৩৪.১%
- সিন্দুকছড়ি ইউনিয়ন: মোট ২৮.০% পুরুষ ৩৫.৬% মহিলা ৩৯.৭%
তথ্যসূত্র: আদমশুমারি ও গৃহগণনা ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

আরও দেখুনঃ
- পেকুয়া উপজেলা | কক্সবাজার জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ
- চকরিয়া উপজেলা | কক্সবাজার জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ
- টেকনাফ উপজেলা | কক্সবাজার জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ
- কুতুবদিয়া উপজেলা | কক্সবাজার জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ
- সীতাকুন্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডে নিহত ৩৪ আহত চার শতাধিক

Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.