গুইমারা উপজেলা [ খাগড়াছড়ি জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ ]

গুইমারা উপজেলা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি খাগড়াছড়ির নবম উপজেলা। ২০১৪ সালের ৬ জুন প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির ১০৯তম সভায় এই উপজেলাকে অনুমোদন দেয়া হয়। গুইমারা উপজেলায় আয়তন ১১৫ বর্গ কিলোমিটার।

গুইমারা উপজেলা

 

গুইমারা উপজেলার উত্তরে মাটিরাঙ্গা উপজেলা; পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলা ও রামগড় উপজেলা; দক্ষিণে মানিকছড়ি উপজেলা, লক্ষ্মীছড়ি উপজেলা ও মহালছড়ি উপজেলা এবং পূর্বে মহালছড়ি উপজেলা অবস্থিত।

 

গুইমারা উপজেলা | খাগড়াছড়ি জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

গুইমারা উপজেলায় বর্তমানে ৩টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম গুইমারা থানার আওতাধীন।

ইউনিয়নসমূহ
  1. ১নং গুইমারা
  2. ২নং হাফছড়ি
  3. ৩নং সিন্দুকছড়ি

ঢাকা, চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি রাস্তা বানানোর সময় রাস্তায় অনেক গুইসাপ পাওয়া গেছিলো। আর সব গুলাকে মেরে ফেলা হয়েছিল। সেখান থেকেই গুইমারা নামকরণ হয়।

গুইমারা ইউনিয়ন: পরিবার (খানা) ৩১৭১ টি; জনসংখ্যা ১৪৯৩৯ জন। আয়তন: ২২৪০০ একর।

হাফছড়ি ইউনিয়ন: পরিবার (খানা) ৪৪৩৮টি; জনসংখ্যা ২০৯৩৩ জন। আয়তন: ২১৭৬০ একর।

সিন্দুকছড়ি ইউনিয়ন: পরিবার (খানা) ১৭২৬টি; জনসংখ্যা ৮৩৩০ জন। আয়তন: ১৬০০০ একর।

তথ্যসূত্র: আদমশুমারি ও গৃহগণনা ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সাক্ষরতার হার:

  • গুইমারা ইউনিয়ন: মোট ৩৯.৮% পুরুষ ৪৪.৭% মহিলা ৩৪.৭%
  • হাফছড়ি ইউনিয়ন: মোট ৩৯.১% পুরুষ ৪৩.৯% মহিলা ৩৪.১%
  • সিন্দুকছড়ি ইউনিয়ন: মোট ২৮.০% পুরুষ ৩৫.৬% মহিলা ৩৯.৭%

তথ্যসূত্র: আদমশুমারি ও গৃহগণনা ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

গুইমারা উপজেলা | খাগড়াছড়ি জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

আরও দেখুনঃ 

1 thought on “গুইমারা উপজেলা [ খাগড়াছড়ি জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ ]”

Leave a Comment