খাগড়াছড়ি জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় খাগড়াছড়ি জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য. খাগড়াছড়ি-জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ।

খাগড়াছড়ি জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

খাগড়াছড়ি-জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। উপজেলার সংখ্যানুসারে খাগড়া-ছড়ি বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২২°৩৮´ থেকে ২৩°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৪´ থেকে ৯২°১১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে খাগড়া-ছড়ি জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ২৭০ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১১১ কিলোমিটার। এ জেলার পূর্বে রাঙ্গামাটি জেলা, দক্ষিণে রাঙ্গামাটি জেলা ও চট্টগ্রাম জেলা, পশ্চিমে চট্টগ্রাম জেলা ও ভারতের ত্রিপুরা এবং উত্তরে ভারতের ত্রিপুরা অবস্থিত।

 

খাগড়াছড়ি জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য

 

খাগড়াছড়ি জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য:-

(২০২২ এর আদমশুমারী অনুযায়ী )

মোট জনসংখ্যা ৭১৪,১১৯ জন (পুরুষ- ৩৫৭,৪০৬ জন, মহিলা- ৩৫৬,৪৭৭ জন, হিজড়া ৫১ জন, মোট লিঙ্গ বিভাজন ৭১৩,৯৩৪ )

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

উপজাতি- ৩৪৯,৩৭৮ জন (পুরুষ ১৭২,৬৬৭, মহিলা ১৭৬,৭১১ , শতকরা হার ২১.১৭ )  । [চাকমা- ৪৮৩,২৯৯, মারমা-২২৪,২৬১, ত্রিপুরা-১৫৬,৫৭৮  অন্যান্য-      ]

জনসংখ্যা ঘনত্বঃ প্রতি বর্গ কিলোমিটারে ২৬০ জন।

 

খাগড়াছড়ি জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য

 

খাগড়াছড়ি জেলা (চট্টগ্রাম বিভাগ)  আয়তন: ২৬৯৯.৫৫ বর্গ কিমি। অবস্থান: ২২°৩৮´ থেকে ২৩°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৪´ থেকে ৯২°১১´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলা, পূর্বে রাঙ্গামাটি জেলা, পশ্চিমে চট্টগ্রাম জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য। এ জেলার গলামুন, ছোট পানছড়ি, কারমি মুড়া, লুটিবান, কুরাদিয়া, ভাঙ্গামুরা ও জপিসিল পাহাড় উল্লেখযোগ্য।

আরও পড়ুনঃ

১ thought on “খাগড়াছড়ি জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য”

Leave a Comment