আমাদের আজকের আলোচনার বিষয় খাগড়াছড়ি জেলার গণমাধ্যম. খাগড়াছড়ি জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ।

খাগড়াছড়ি জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
খাগড়াছড়ি জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। উপজেলার সংখ্যানুসারে খাগড়া-ছড়ি বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২২°৩৮´ থেকে ২৩°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৪´ থেকে ৯২°১১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে খাগড়া-ছড়ি জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ২৭০ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১১১ কিলোমিটার। এ জেলার পূর্বে রাঙ্গামাটি জেলা, দক্ষিণে রাঙ্গামাটি জেলা ও চট্টগ্রাম জেলা, পশ্চিমে চট্টগ্রাম জেলা ও ভারতের ত্রিপুরা এবং উত্তরে ভারতের ত্রিপুরা অবস্থিত।

খাগড়াছড়ি জেলার গণমাধ্যমL-0
| ক্রঃ নং | নাম/পদবী | ঠিকানা | পত্রিকার নাম | মোবাইল |
|
০১ |
এম.এম. জাহাঙ্গীর আলম, সভাপতি, মাটিরাঙ্গা প্রেসক্লাব |
মাটিরাঙ্গা |
The Bangladesh Today |
০১৫৫৭২৮৬৮০৪ |
| ০২ | মুজিবুর রহমান ভূইয়া, সাধারন সম্পাদক | মাটিরাঙ্গা | দৈনিক ইনকিলাব | ০১৫৫৮৫৭২৯৪৭, ০১৮৪৬৫৩৩৩৬৩ |
| ০৩ | মোঃ জসীম উদ্দিন জয়নাল | মাটিরাঙ্গা | দৈনিক মানব কষ্ঠ, যমুনা নিউজ 24.com | ০১৭৯৪২০৮১৬১ |
| ০৪ | অন্তর মাহমুদ | মাটিরাঙ্গা | দৈনিক ভোরের কাগজ, দৈনিক অরণ্যবার্তা | ০১৫৫৩৬৯২১৯৬ |
| ০৫ | সাগর চক্রবর্তী কমল | মাটিরাঙ্গা | দৈনিক সুপ্রভাত, পাহাড়া ২৪ ডটকম | ০১৫৫৩৭৬৮০৬০ |
| ০৬ | কমল কৃঞ্চ দে | মাটিরাঙ্গা | দৈনিক ভোরের ডাক | ০১৫৫৬৬২৭৮৮১ |
| ০৭ | মুহাম্মদ আবদুল আলী, সভাপতি, গুইমারা প্রেসক্লাব | গুইমারা | দৈনিক সংগ্রাম, বিজয় টেলিভিশন | ০১৮১২৮২৯৫১২, ০১৫৫২৭১৮০১০ |
| ০৮ | এম. সাইফুর রহমান, সভাপতি, গুইমারা সাংবাদিক ফোরাম | গুইমারা | দৈনিক পূব দেশ | ০১৮২০০৩৯২০০ |
| ০৯ | মোঃ শাহ আলম, সাধারন সম্পাদক, গুইমারা সাংবাদিক ফোরাম | গুইমারা | দৈনিক পূব কোন | ০১৫৫৬৭৭৩১১৫ |
| ১০ | মোঃ মনির হোসেন, গুইমারা সাংবাদিক ফোরাম | গুইমারা | দৈনিক পূব দেশ | ০১৮৩২১৬০০০৬ |
| ১১ | আল মামুন, সাংগঠনিক সম্পাদক, গুইমারা প্রেস ক্লাব | গুইমারা | দৈনিক আজকালের খবর | ০১৮৩৮৪৯৯৯৯৯ |
| ১২ | আনোয়ার হোসেন, সহ-সভাপতি, গুইমারা | গুইমারা | দৈনিক খবর পত্র, আমাদের সময়.কম | ০১৮৬৫২৩৫৩৬০, ০১৮২৭১৯৫৪৩১ |
| ১৩ | মোঃ ইউসুফ পাটোয়ারী | গুইমারা | Earthnews24.com | ০১৭১৩৬২৭৮৯২ |

আরও পড়ুনঃ
১ thought on “খাগড়াছড়ি জেলার গণমাধ্যম”