খাগড়াছড়ি জেলার নামকরণের ইতিহাস

আমাদের আজকের আলোচনার বিষয় খাগড়াছড়ি জেলার নামকরণের ইতিহাস. খাগড়াছড়ি-জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ।

খাগড়াছড়ি জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

খাগড়াছড়ি-জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। উপজেলার সংখ্যানুসারে খাগড়া-ছড়ি বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২২°৩৮´ থেকে ২৩°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৪´ থেকে ৯২°১১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে খাগড়া-ছড়ি জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ২৭০ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১১১ কিলোমিটার। এ জেলার পূর্বে রাঙ্গামাটি জেলা, দক্ষিণে রাঙ্গামাটি জেলা ও চট্টগ্রাম জেলা, পশ্চিমে চট্টগ্রাম জেলা ও ভারতের ত্রিপুরা এবং উত্তরে ভারতের ত্রিপুরা অবস্থিত।

 

খাগড়াছড়ি জেলার নামকরণের ইতিহাস

 

খাগড়াছড়ি জেলার নামকরণের ইতিহাস:-

খাগড়াছড়ি একটি নদীর নাম। নদীর পাড়ে খাগড়া বন থাকায় পরবর্তী কালে তা পরিষ্কার করে জনবসতি গড়ে উঠে, ফলে তখন থেকেই এটি খাগড়াছড়ি নামে পরিচিতি লাভ করে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

১৮৬০ সালের ২০ জুন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই তিন পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি হয়। জেলা সৃষ্টির পূর্বে এর নাম ছিল কার্পাস মহল। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে ১৯৮১ সালে বান্দরবান এবং ১৯৮৩ সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি করা হয়।

 

খাগড়াছড়ি জেলার নামকরণের ইতিহাস

 

আরও পড়ুনঃ

১ thought on “খাগড়াছড়ি জেলার নামকরণের ইতিহাস”

Leave a Comment