আমাদের আজকের আলোচনার বিষয় খাগড়াছড়ি জেলার বিখ্যাত ব্যক্তি. খাগড়াছড়ি-জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ।
খাগড়াছড়ি জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
খাগড়াছড়ি-জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। উপজেলার সংখ্যানুসারে খাগড়া-ছড়ি বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২২°৩৮´ থেকে ২৩°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৪´ থেকে ৯২°১১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে খাগড়া-ছড়ি জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ২৭০ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১১১ কিলোমিটার। এ জেলার পূর্বে রাঙ্গামাটি জেলা, দক্ষিণে রাঙ্গামাটি জেলা ও চট্টগ্রাম জেলা, পশ্চিমে চট্টগ্রাম জেলা ও ভারতের ত্রিপুরা এবং উত্তরে ভারতের ত্রিপুরা অবস্থিত।

খাগড়াছড়ি জেলার বিখ্যাত ব্যক্তি:-
- কুজেন্দ্র লাল ত্রিপুরা –– মাননীয় সংসদ সদ্স্য ও রাজনীতিবিদ।
- বাসন্তি চাকমা–– মাননীয় সংসদ সদ্স্য (তিন পার্বত্য জেলার সংরক্ষিত আসনের) ও রাজনীতিবিদ।
- যতীন্দ্র লাল ত্রিপুরা –– সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম ভূমি জটিলতা নিরসন সম্পর্কিত টাস্ক ফোর্স চেয়ারম্যান।
- ওয়াদুদ ভূইয়া –– সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ।
- এ কে এম আলীম উল্লাহ –– সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ।
- সমীরণ দেওয়ান –– সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও রাজনীতিবিদ।

- শরদেন্দু শেখর চাকমা –– গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত (ভূটান)।
- নব বিক্রম কিশোর ত্রিপুরা –– চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা।
- সাচিংপ্রু চৌধুরী –– মং রাজা, খাগড়াছড়ি।
- সুধীন বিকাশ চাকমা–– শিক্ষাবিদ (সাবেক অধ্যক্ষ, খাগড়াছড়ি সরকারি কলেজ)
- বোধিসত্ত দেওয়ান–– শিক্ষাবিদ (সাবেক অধ্যক্ষ, খাগড়াছড়ি সরকারি কলেজ)
- প্রভাংশু ত্রিপুরা –– লেখক ও গবেষক।

- নির্মলেন্দু চৌধুরী –– খাগড়াছড়ি পৌরসভার মেয়র।
- শেফালিকা ত্রিপুরা–– বিশিষ্ট সমাজসেবী ও নারী উন্নয়ন কর্মী।
- আনাই মগিনি –– জাতীয় পর্যায়ে নারী ফুটবলার।
- আনুচিং মগিনি –– জাতীয় পর্যায়ে নারী নারী ফুটবলার।
আরও পড়ুনঃ
১ thought on “খাগড়াছড়ি জেলার বিখ্যাত ব্যক্তি”