আমাদের আজকের আলোচনার বিষয় খাগড়াছড়ি জেলা কিসের জন্য বিখ্যাত. খাগড়াছড়ি জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ।

খাগড়াছড়ি জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
খাগড়াছড়ি জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। উপজেলার সংখ্যানুসারে খাগড়াছড়ি বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২২°৩৮´ থেকে ২৩°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৪´ থেকে ৯২°১১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে খাগড়াছড়ি জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ২৭০ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১১১ কিলোমিটার। এ জেলার পূর্বে রাঙ্গামাটি জেলা, দক্ষিণে রাঙ্গামাটি জেলা ও চট্টগ্রাম জেলা, পশ্চিমে চট্টগ্রাম জেলা ও ভারতের ত্রিপুরা এবং উত্তরে ভারতের ত্রিপুরা অবস্থিত।

খাগড়াছড়ি জেলা কিসের জন্য বিখ্যাত:-
খাগড়াছড়ি মূলত হলুদ এবং আদার জন্য বিখ্যাত। তাছাড়াও খাগড়াছড়ি তে অনেক দর্শনীয় স্থান রেয়েছে ,আলুটিলা ভগবান টিলা ,২৮ কেজি ঝর্ণা,কমলক ঝর্ণা ,পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র,গুইমারা ,হর্টিকালচার পার্ক (ঝুলন্ত ব্রীজ),তকবাক হাকর ,তৈদুছড়া ঝর্ণা,দীঘিনালা ঝুলন্ত ব্রীজ ,দেবতার পুকুর,পুরাতন চা বাগান ,বিডিআর স্মৃতিসৌধ,বৌদ্ধ মন্দির ,মং রাজবাড়ি,মাটিরাঙ্গা জলপাহাড় ,মায়াবিনী লেক,রামগড় পাহাড় ও টিলা ,রিছাং ঝর্ণা,লক্ষ্মীছড়ি জলপ্রপাত ,শতবর্ষী বটগাছ ,শান্তিপুর অরণ্য কুঠির ,সিন্ধুকছড়ি পুকুর,হাতিমাথা পাহাড়।

আরও পড়ুনঃ

2 thoughts on “খাগড়াছড়ি জেলা কিসের জন্য বিখ্যাত”