খাগড়াছড়ির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন পার্বত্য উপদেষ্টা

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

 

খাগড়াছড়ির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন পার্বত্য উপদেষ্টা

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে দীঘিনালা উপজেলা পরিষদের কমিউনিটি সেন্টারে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ করেন সুপ্রদীপ চাকমা। প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি ও বাঙালি বিরাগভাজন নয়। এখানে যারা সহিংসতার ঘটনা ঘটিয়েছে তারা এই এলাকারই, এরা সংখ্যায় খুবই কম—এদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।

 

 

তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দীঘিনালার ঘটনায় বিচার কিভাবে হচ্ছে তার খোঁজ খবর রাখা হচ্ছে। নিরাপদ কোন মানুষ যেন হয়রানির স্বীকার না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দৃষ্টি রাখার আহ্বান জানান। সুপ্রদীপ চাকমা আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে পরামর্শ করে দ্রুত সময়ের মধ্যে পার্বত্য এলাকায় ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামের যুগ্ম সচিব কংকন চাকমা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ এলাকার সমাজকর্মী, রাজনৈতিক ও স্থানীয় ব্যক্তিরা।

Leave a Comment