মানিকছড়ি উপজেলা [ খাগড়াছড়ি জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ ]

মানিকছড়ি উপজেলা  আয়তন: ১৬৮.৩৫ বর্গ কিমি। অবস্থান: ২২°৪১´ থেকে ২২°৫৫´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৩৫´ থেকে ৮৯°৫২´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে রামগড় উপজেলা, দক্ষিণ ও পশ্চিমে ফটিকছড়ি উপজেলা, পূর্বে লক্ষ্মীছড়ি উপজেলা।

মানিকছড়ি উপজেলা

জনসংখ্যা ৫০০৬১; পুরুষ ২৫৯০৬, মহিলা ২৪১৫৫। মুসলিম ৩২০২৬, হিন্দু ৫৪৩০, বৌদ্ধ ৩৮৪, খ্রিস্টান ১২১০৫ এবং অন্যান্য ১১৬।

মানিকছড়ি উপজেলা | খাগড়াছড়ি জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

জলাশয় প্রধান নদী: ধুরং।

প্রশাসন মানিকছড়ি থানা গঠিত হয় ১০ ডিসেম্বর ১৯৮০ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৫ সালে।

তথ্যঃ

মানিকছড়ি উপজেলা | খাগড়াছড়ি জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

মানিকছড়ি উপজেলা আদমশুমারি রিপোর্ট ২০০১,

প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ মং রাজবাড়ি, সিন্দুক ছড়ি পুকুর, সুন্দর শাহ মাযার।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৪৪.৭%; পুরুষ ৫২.৬%, মহিলা ৩৬.২%। কলেজ ১, মাধ্যমিক বিদ্যালয় ২, প্রাথমিক বিদ্যালয় ৫০। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় (১৯৭৬)।

পত্র-পত্রিকা ও সাময়িকী সাপ্তাহিক: চাবুক।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ১, সিনেমা হল ১।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৬৭.৩২%, অকৃষি শ্রমিক ৬.৬৮%, শিল্প ০.২৭%, ব্যবসা ১০.৯%, পরিবহণ ও যোগাযোগ ০.৮%, চাকরি ৫.৬৯%, নির্মাণ ০.৪৬%, ধর্মীয় সেবা ০.৩২%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.৩৭% এবং অন্যান্য ৭.১৯%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৫০.০১%, ভূমিহীন ৪৯.৯৯%। শহরে ৫২.০৭% এবং গ্রামে ৪৭.৩৬% পরিবারের কৃষিজমি রয়েছে।

মানিকছড়ি উপজেলা | খাগড়াছড়ি জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

প্রধান কৃষি ফসল ধান, ভুট্টা, সরিষা, আলু, আদা, হলুদ, শাকসবজি।

প্রধান ফল-ফলাদি কলা, কাঁঠাল, লেবু, আনারস।

মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার হাঁস-মুরগি ১০।

যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ২০ কিমি, আধা-পাকারাস্তা ৫০ কিমি, কাঁচারাস্তা ৮০ কিমি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন গরুর গাড়ি।

শিল্প ও কলকারখানা রাইসমিল, ফ্লাওয়ারমিল, স’মিল।

কুটিরশিল্প তাঁতশিল্প, মৃৎশিল্প, সুচিশিল্প, দারুশিল্প, বাঁশ ও বেতের কাজ।

হাটবাজার ও মেলা হাটবাজার ৭, মেলা ২। মানিকছড়ি বাজার, মহামুনি বাজার, গচ্ছাবিল বাজার, তিনট্যাহরি বাজার এবং মহামুনি মন্দির সংলগ্ন মাঠে চৈত্র সংক্রান্তির মেলা উল্লেখযোগ্য।

প্রধান রপ্তানিদ্রব্য  কলা, কাঁঠাল, আদা, হলুদ, ফুলের ঝাড়ু, বাঁশ, বেত, কাঠ।

বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ইউনিয়ন পল্লিলবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৮.৫৬% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

প্রাকৃতিক সম্পদ  প্রাকৃতিক গ্যাস (যুইগ্যা ছড়া চিমুথং গ্যাস ফিল্ড)।

পানীয়জলের উৎস নলকূপ ৪১.৯৯%, ট্যাপ ০.৬৩%, পুকুর ৬.০৫% এবং অন্যান্য ৫১.৩৩%।

স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ১১.৪২% (গ্রামে ৪.৬৯% এবং শহরে ১৬.৬৭%) পরিবার স্বাস্থ্যকর এবং ৬৫.১% (গ্রামে ৬৫.৭% এবং শহরে ৬৪.৬৩%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে।  ২৩.৪৮% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

আরও দেখুনঃ 

পেকুয়া উপজেলা | কক্সবাজার জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

চকরিয়া উপজেলা | কক্সবাজার জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

টেকনাফ উপজেলা | কক্সবাজার জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

কুতুবদিয়া উপজেলা | কক্সবাজার জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

সীতাকুন্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডে নিহত ৩৪ আহত চার শতাধিক

Leave a Comment