আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়িতে পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলি এর ঘটনা ঘটছে।
খাগড়াছড়িতে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলি
সব শেষ গতকাল রোববার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত পানছড়ির পুজগাং, লোগাং ও দুধকছড়া এলাকা এবং দীঘিনালার একটি অংশ, জারুলছড়ি ও নাড়াইছড়িতে থেমে থেমে গোলাগুলির খবর পাওয়া গেছে। স্থানীয়রা গোলাগুলিতে কয়েকজন হতাহতের কথা বললেও পুলিশ জানিয়েছে, তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।

একাধিক সূত্র জানায়, পানছড়ির লোগাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শান্তি রঞ্জনপাড়ায় প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) মধ্যে সকাল থেকে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে।
বিষয়টি অস্বীকার করে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, একটি স্বার্থান্বেষী মহল ভ্রাতৃঘাতী সংঘাতকে উস্কে দিচ্ছে। কয়েক মাস ধরে পানছড়িতে জনসংহতি সমিতির সশস্ত্র সন্ত্রাসীর অবস্থান থাকলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ বিষয়ে জনসংহতি সমিতি সন্তু গ্রুপের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পানছড়ির লোগাং ইউনিয়নের চেয়ারম্যান জয় কুমার চাকমা বলেন, শান্তি রঞ্জনপাড়ার আশপাশ থেকে সকালে গোলাগুলির শব্দ শুনে অনেকে আমাকে জানিয়েছেন। এর পর কী হয়েছে আর জানি না। খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, সকাল ৯টা থেকে পানছড়ির দুর্গম এলাকায় গোলাগুলির খবর শুনেছি। তবে কোনো হতাহতের বিষয়ে পুলিশের কাছে তথ্য নেই।
আরও দেখুনঃ