হিসাব শাখার নথিপত্র ছাই খাগড়াছড়ির দীঘিনালা কলেজে আগুন লেগে

হিসাব শাখার নথিপত্র ছাই খাগড়াছড়ির দীঘিনালা কলেজে আগুন লেগে, সকালে কলেজের ভবনে লাগা এ আগুনের ঘটনাকে ‘রহস্যজনক’ বলছেন স্থানীয়রা।

 

হিসাব শাখার নথিপত্র ছাই খাগড়াছড়ির দীঘিনালা কলেজে আগুন লেগে

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনের হিসাব শাখায় সংরক্ষিত কলেজের নথিপত্র ও ক্যাশ মেমো পুড়ে ছাই হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কলেজের ভবনে লাগা এ আগুনকে ‘রহস্যজনক’ বলছেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া।

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কলেজের শিক্ষকদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন দীঘিনালা সরকারি কলেজের উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা। কলেজের ‘দুর্নীতি’ আড়াল করতেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মন্তব্য করেছেন অনেকেই। প্রত্যক্ষদর্শী রিতা চাকমা জানান, কলেজের দ্বিতীয় তলায় একটি প্রকল্পের ক্লাস চলছিল। হঠাৎ ভবনে ধোঁয়া দেখে শিক্ষক সুকেন্দ্র চাকমাকে জানানো হয়।

 

কলেজের হিসাব সহকারী পরিপূর্ণ চাকমা বলেন, “আজ কলেজ বন্ধ ছিল। কলেজের আয়া বিরুলা চাকমা আমাকে ফোন ঘটনাটি জানান। পরে ঘটনাস্থলে এসে দেখি হিসাব শাখার নথিপত্র আগুনে পুড়েছে।” শর্ট সার্কিট থেকে ভবনে আগুন লেগেছে বলে দাবি পরিপূর্ণ চাকমার। স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, কলেজ প্রশাসন থেকে কেউ কিছু জানায়নি। স্থানীয় একজন স্টেশন এসে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দীঘিনালা আবাসিক প্রকৌশলী উপসহকারী মো. আরিফুল ইসলাম বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনাটি আমাদের অবগত করা হয়নি। পরে প্রশাসন থেকে ডাকা হলে তদন্ত করে দেখেছি, সেখানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ছিল না।” উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটিতে শিক্ষকদের পাশাপাশি উপজেলা প্রশাসনের প্রতিনিধি থাকবেন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

“এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে গত তিন অর্থ বছরের অডিট চাওয়া হবে। সেইসঙ্গে আগুনের ঘটনায় থানায় অভিযোগ করা হবে”, বলেন তিনি।

 

আরও দেখুনঃ

Leave a Comment