খাগড়াছড়িতে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বর্ণিল আয়োজন ও ব্যাপক শো-ডাউনে খাগড়াছড়িতে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে শহরের মিল্লাত চত্তর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়।

 

খাগড়াছড়িতে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মতি ভাস্কর্য্যে পুস্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে অন্যান্য সেক্টরের মতো কৃষি সেক্টরকে ধ্বংস করার মাধ্যমে কৃষকদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচারী মারমা, ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, কৃষক দলের সাধারণ সম্পাদক নিলপদ চাকমা, সাংগঠনিক সম্পাদক হান্নান সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয় ও ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন প্রমূখ।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুনঃ

Leave a Comment