খাগড়াছড়ি জেলার ইউনিয়ন

আমাদের আজকের আলোচনার বিষয় খাগড়াছড়ি জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ. খাগড়াছড়ি জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ।

 

খাগড়াছড়ি জেলার ইউনিয়ন

 

খাগড়াছড়ি জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

খাগড়াছড়ি জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। উপজেলার সংখ্যানুসারে খাগড়াছড়ি বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২২°৩৮´ থেকে ২৩°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৪´ থেকে ৯২°১১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে খাগড়াছড়ি জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ২৭০ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১১১ কিলোমিটার। এ জেলার পূর্বে রাঙ্গামাটি জেলা, দক্ষিণে রাঙ্গামাটি জেলা ও চট্টগ্রাম জেলা, পশ্চিমে চট্টগ্রাম জেলা ও ভারতের ত্রিপুরা এবং উত্তরে ভারতের ত্রিপুরা অবস্থিত।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

খাগড়াছড়ি জেলার ইউনিয়ন:-

ক্রমিক নং উপজেলার নাম ইউনিয়ন পরিষদের নাম
সদর খাগড়াছড়ি সদর, গোলাবাড়ি, পেরাছড়া, কমলছড়ি, ভাইবোনছড়া
দীঘিনালা দীঘিনালা সদর, মেরুং, বোয়ালখালী, কবাখালী, বাবুছড়া
মাটিরাঙ্গা মাটিরাঙ্গা সদর, আমতলি, বেলছড়ি, গোমতী, বড়নাল, তবলছড়ি, তাইন্দং
পানছড়ি পানছড়ি সদর, লতিবান, উল্টাছড়ি, চেংগী, লোগাং
মহালছড়ি মহালছড়ি সদর, মুবাছড়ি, ক্যায়াংঘাট, মাইসছড়ি
মানিকছড়ি মানিকছড়ি সদর, বাটনাতলী, যোগ্যছোলা, তিনটহরী
গুইমারা হাফছড়ি, গুইমারা, সিন্ধুকছড়ি
রামগড় রামগড়, পাতাছড়া
লক্ষীছড়ি লক্ষীছড়ি, বর্মাছড়ি, দুল্যাতলী

 

খাগড়াছড়ি জেলার ইউনিয়ন

 

আরও পড়ূনঃ

1 thought on “খাগড়াছড়ি জেলার ইউনিয়ন”

Leave a Comment