২২ বছরে খাগড়াছড়িতে হিন্দু সম্প্রদায় বেড়েছে তিনগুণ

খাগড়াছড়িতে হিন্দু সম্প্রদায় – হিন্দু-মুসলিম সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত এখন খাগড়াছড়ি। ব্যবসা-বাণিজ্য ও বসবাসের নিরাপত্তার কারণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান,ফটিকছড়ি ও মিরসরাইসহ সমতলের বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ বসতি গড়ছেন খাগড়াছড়িতে। ২২ বছরের ব্যবধানে খাগড়াছড়িতে হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা বেড়েছে প্রায় তিন গুণ।

 

২২ বছরে খাগড়াছড়িতে হিন্দু সম্প্রদায় বেড়েছে তিনগুণ

খাগড়াছড়ি শহরের আনন্দ নগর এক সময় ছিলো বিশাল ফসলের মাঠ। এখন সেখানে হিন্দু সম্প্রদায়ের বসবাস। শুধু আনন্দনগর নয়, খাগড়াছড়ি শহরের রূপনগর, শান্তিনগর, সিঙ্গিনালা, অপর্ন চৌধুরী পাড়া, জেলার রামগড়, গুইমারা, দীঘিনালা, পানছড়ি, মানিকছড়ি, মহালছড়ি ও লক্ষ্মীছড়িতে দিন দিন বাড়ছে হিন্দু সম্প্রদায়ের বসতি। মুসলিমদের সাথে তাদের সখ্যও বেশ। উৎসব অনুষ্ঠানে দুপক্ষের সমান অংশগ্রহন।

খাগড়াছড়িতে হিন্দু

২০০১ সালের আগে খাগড়াছড়িতে হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা ছিল প্রায় ২৭ হাজার। এখন সে সংখ্যা প্রায় ৮০ হাজার। নিরাপদে আছেন শেখ হাসিনার শাসনামলের তুলনায়। খাগড়াছড়িতে মুসলিম ৪৬.৫৬ শতাংশ, বৌদ্ধ ৩৫.৯২ শতাংশ এবং হিন্দু ৬.৭৫ শতাংশ। পাহাড়ি-বাঙালি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, হিন্দু-মুসলিম সবার সহাবস্থানে শান্তিপূর্ণ পরিবেশ চায় খাগড়াছড়িবাসী।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুনঃ

Leave a Comment