ডেভিল হান্টে খাগড়াছড়িতে গ্রেপ্তার ১৮

অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ-সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ডেভিল হান্টে খাগড়াছড়িতে গ্রেপ্তার ১৮

 

বুধবার সকালে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল স্বাক্ষারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত পানছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ সাকিবুর রহমান, পানছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহেদুল আলম অনিক, মাটিরাঙা উপজেলার বড়নাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আহাম্মদ, আচালং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মো. বিলাল হোসাইন, দপ্তর সম্পাদক মো. হাবিব উল্যা, খাগড়াছড়ির ইসলামপুরের আওয়ামী লীগের নেতা মো. সবুজ ভুইয়া, রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউছুফ পাটোয়ারী ও সদস্য মো. আলমগীর হোসেন সদস্য রয়েছেন।

এছাড়া দীঘিনালা বোয়ালখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. করিম, মেরুং ইউনিয়ন ছাত্রলীগের মো. সুমন গাজী, কবাখালীর ছাত্রলীগ নেতা মো. আসিফ, গুইমারা উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. লোকমান হোসেন, নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা মিয়া ও মহালছড়ি সদর ইউনিয়ন ছাত্রলীগের নেতা মো. নুরুল ইসলাম বাবুও গ্রেপ্তারের তালিকায় রয়েছেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, “অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ দিনরাত অভিযান চালাচ্ছে। বিভিন্ন সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক অভিযান চলবে।”

 

আরও দেখুনঃ

Leave a Comment