খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে আহত ২০ পর্যটক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে আলুটিলার পুনর্বাসন এলাকায় পাহাড় থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাসটি সড়কে উল্টে যায়।

 

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

 

আহতরা হলেন—কাউসার (৬৬), রেদোয়ান (৩০), শহিদুর রহমান (৩৭), রফিকুজ্জামান (৪৪), শামীম পারভেজ (৩২), ইমরান (৮), সামিরা সুরভী (১৯), অর্তি ঘোষ (৩৪), ইমরান হোসেন (৪১), শাহজাহান আলী (৫৬), আশরাফুল হক(৪৩), বিক্রম চক্রবর্তী (৩৫)। আহতদের সবাই রাজবাড়ী জেলার বাসিন্দা। তারা ঢাকা থেকে একটি ট্যুরিস্ট গ্রুপের সঙ্গে সাজেক যাচ্ছিলেন।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আরএমও রিপল বাপ্পি চাকমা গণমাধ্যমকে বলেন, খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুইজন একটু বেশি আঘাতপ্রাপ্ত হলেও গুরুতর আহত কেউ নেই।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আবদুল বাতেন মৃধা জানান, দুর্ঘটনায় আহতদের কয়েকজনের পা ভেঙে গেছে। বাকিদের অবস্থা গুরুতর না। সড়কে গাড়ি উল্টে থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘণ্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

আরও দেখুনঃ

Leave a Comment