একদিকে শীতের আমেজ পাশাপাশি বিজয় দিবসের ছুটি সবমিলিয়ে খাগড়াছড়িতে পর্যটকের উপচে পড়া ভীড়। সোমবার (১৬ ডিসেম্বর) সারাদিন জেলার প্রধান পর্যটক কেন্দ্র আলুটিলা, রহস্যময় সুড়ঙ্গ, নন্দনকানন, ঝুলন্ত ব্রিজ সবখানেই পর্যটকের ভীড় দোখা গিয়েছে।
বিজয় দিবসের ছুটিতে খাগড়াছড়িতে পর্যটকদের ঢল
আলুটিলা পর্যটনকেন্দ্রের তত্ত্বাবধায়ক চন্দ্র কিরণ ত্রিপুরা বলেন, সকাল থেকে পর্যটকদের সমাগম রয়েছে। জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক আলুটিলায় পর্যটকদের প্রবেশে কোনো টিকেট কাটতে হচ্ছে না। পর্যটকরা বিনামূল্যে পর্যটনকেন্দ্রে প্রবেশ করে এখানকার নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করছে। দুপুর পর্যন্ত কয়েক হাজার ভ্রমণ করেছে। সারাদিনে অন্তত ৭ হাজার পর্যটক আলুটিলা ভ্রমণ করেছে।

চট্টগ্রাম থেকে আগত সোহেল রানা বলেন, আমরা গ্রুপ মিলে ঘুরতে যাওয়ার প্লান অনেক দিন ধরে, তাই আজ ছুটি থাকাতে খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্র গুলো ঘুরতে এসেছি, সাজেক যাওয়ার ইচ্ছে থকলেও খবর নিয়ে জানতে পারি সেখানে কটেজ খালি নেই, এছাড়াও জানতে পারি শুক্রবার দিন গুলোতে তেমন একটা খালি থাকে না, আগে থেকে অনেকেই বুকিং দিয়ে রাখাতে এই অসুবিধা সৃষ্টি হচ্ছে, আমাদের অনুরোধ সাজেকে আরো কটেজ বৃদ্ধি করা।

ঢাকা থেকে আগত ইসমাঈল হোসেন জানান, খাগড়াছড়ি এবারই প্রথম আসা, খুব ভালো লাগছে এখানে ঘুরতে এসে, খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র গুলো দেখার মতো, ভবিষ্যতে আমার পরিবার নিয়ে আবার ইচ্ছে আছে আসার।
আরও দেখুনঃ
