বিপদে পড়া পর্যটকদের ৭৫% পর্যন্ত রিসোর্ট ভাড়া মওকুফ – ৭২ ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি শেষে খাগড়াছড়িতে যানবাহন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দূরপাল্লার গাড়ি ছেড়ে গেছে। সব সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গত ৭২ ঘণ্টার অবরোধের কারণে পর্যটন স্পট সাজেকে আটকে পড়া পর্যটকরাও ফিরতে শুরু করেছেন।
স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি, বিপদে পড়া পর্যটকদের ৭৫% পর্যন্ত রিসোর্ট ভাড়া মওকুফ
গত ২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধের ফলে বাঘাইহাট জোনের আওতাধীন সাজেক পর্যটন এলাকায় আনুমানিক ১৪০০ পর্যটক আটকা পড়েন। দুর্বিষহ যন্ত্রণায় দিন কাটানো পর্যটকরা গত চার দিন ধরে ফিরতে চাইলেও পারেনি।
সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় সকাল ৭টায় সাজেক থেকে পর্যটকদের নিয়ে ১১২টি পিকআপ, জিপ, ২৩টি সিএনজি রওনা দিয়েছে। এর বাইরে শতাধিক মোটরসাইকেলে করে সাজেক ছাড়েন বহু পর্যটক।

জানা গেছে, অবরোধ কার্যকর করতে পাহাড়ি ছাত্র ও স্থানীয় লোকজন মিলে ২১ সেপ্টেম্বর থেকে বাঘাইহাট-সাজেক জোনের বিভিন্ন স্থানে সড়কে গাছ, বৈদ্যুতিক খুঁটি, আড়াআড়িভাবে ট্রাক রেখে ও টায়ার পুড়িয়ে রাস্তা চলাচলের অনুপযোগী করে তোলে। সেনাবাহিনীর প্রচেষ্টায় ও স্থানীয়দের সহায়তায় ২৩ ও ২৪ সেপ্টেম্বর সকাল পর্যন্ত বিভিন্ন স্থানের বাধা অপসারণ করে সড়ক চলাচলের উপযোগী করা হয়।
জানা গেছে, ২০ সেপ্টেম্বর রাতে শুকনাছড়া ও উলুছড়া এলাকায় ছোট দুটি কালভার্টের লোহার পাটাতন দুর্বৃত্তরা সরিয়ে নিয়ে যায়, ফলে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সেনাবাহিনী সূত্র জানিয়েছে, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাটাতন পুনরায় স্থাপন করে সড়ক চলাচলের উপযোগী করা হয়। বাঘাইহাট জোনের সার্বিক তত্ত্বাবধানে এবং সাজেক রিসোর্ট মালিক সমিতির পক্ষ থেকে সাজেকে আটকে পড়া পর্যটকদের রিসোর্টে থাকার ভাড়ার ৫০-৭৫ শতাংশ মওকুফ করা হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় সাজেক-খাগড়াছড়ি রাস্তার সব প্রতিবন্ধকতা অপসারণের পর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে সেনাবাহিনীর এসকর্টের সহায়তায় সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ি নিয়ে আসা হয়।
আনুমানিক ১৪০০ পর্যটক ২৪৪টি যানবাহনে (১১২টি লোকাল জিপ, ১০৯টি বাইক ও ২৩টি সিএনজি) চড়ে সেনাবাহিনী ও পুলিশ এসকর্ট সহায়তায় সাজেক থেকে ফেরেন। এদিকে আজ সকাল থেকে খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্টগ্রাম সব রুটে যানবাহন চলাচল শুরু হয়েছে। এ ছাড়া খাগড়াছড়িতে সহিংসতার পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। জনজীবনে স্বস্তি ফিরছে।
আরও দেখুনঃ